জৈন্তাপুরে সুশীলনের আয়োজনে ও এসবিসি প্রকল্প জৈন্তাপুরের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর হতে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সুশীলনের উপজেলা সমন্বয়কারী শেখ তারিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সুশীলন জৈন্তাপুরের কমিউনিটি মবিউলাইজার নাজমিন বেগম ও নয়ন কুমার রবিদাস সহ স্হানীয় নারী উদ্যোক্তাগণ।