সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুরে সেলস গ্রুপ সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারী) রাত ৮:০০ ঘটিকায় সমিতির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির উপদেষ্টা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা প্রবাসী রফিক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য মুক্তাদির আল সেলিম, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ,সমিতির উপদেষ্টা কর্ণমনি দাস।
এ সময় নবনির্বাচিত কমিটিকে শপথ পড়ানো হয়। এ সময় শপথ গ্রহনে অংশ নেন কমিটির নব নির্বাচিত সভাপতি আবুল খায়ের, সিনিয়র- সহ সভাপতি শিমুল দাস, সহ সভাপতি শ্রীবাস চন্দ্র দাস সুভাষ,সাধারণ সম্পাদক মাহবুব জামান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী রাজু,সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ, কোষাধ্যক্ষ রাসেল রণি,প্রচার সম্পাদক বদরুজ্জামান বদরুল,ক্রীড়া সম্পাদক জাবেদ আহমেদ, সদস্য সমিরণ চন্দ্র দাস,আবদুল হান্নান সহ অন্যান্যরা।