সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুরে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়াকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করলেন জৈন্তাপুর উপজেলার ছয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সোমবার (২০শে জানুয়ারি) উপজেলা কর্মকর্তার নিজ দপ্তরে চেয়ারম্যানগণ তার হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম,৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য ৩১শে ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। গত বছরের ২৩শে মার্চ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেছিলেন। তার বিদায়ে পরবর্তীতে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বরত সিনিয়র সহকারী কমিশনার জর্জ মিত্র চাকমা।