সাইফুল ইসলাম বাবু –জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া এলাকার বর্ণমালা আইডিয়াল একাডেমির আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার (২০শে জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় পিঠা উৎসবের শুব উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির গভর্নিং বডির সভাপতি সৈয়দ আব্দুন নূর মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ওমর ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় পিঠা উৎসবে অতিথিগন বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন স্টলে পিঠার মান যাচাই করে বিচারকগণ নাম্বার প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রবীন মুরুব্বি আব্দুস সাত্তার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য জাহিদ মিয়া, ব্যবসায়ী আমির আলি, তৈমুজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মুক্তাদির আল সেলিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকতার হোসেন আকাশ, মাসুদুল ইসলাম শাহেদ, আব্দুল কুদ্দুস মারুফ,কামরুল ইসলাম, প্রীতম দেবনাথ, স্কুলের প্রধান শিক্ষক রমজান আলি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশ নেন।
পরে স্কুলের যাতায়াতের অন্যতম রাস্তা সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ফখরুল ইসলাম ১ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণা করেন।