সাইফুল ইসলাম বাবু – বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ৮৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ ৪৮ বিজিবির এক প্রেস রিলিজের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, ডিবিরহাওর, কালাইরাগ, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, মহিষ, কমলা, শীতের কম্বল, বাসমতি চাল, চকলেট, ফুচকা, সাবান, চা-পাতা ও বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য-৮৪,৮৭,৮০০.০০ (চুরাশি লক্ষ সাতাশি হাজার আটশত) টাকা সমপরিমাণ ।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।