সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেট কার যোগে ভারতীয় কম্বল পাঁচারকালে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম ফয়সাল আহমদ (৪২)। সে উপজেলার কেন্দ্রী গ্রামের আতাউর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ই ডিসেম্বর) রাত ৮:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সদর এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ – পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জৈন্তাপুর সদরে তামাবিল মহাসড়কে বাঁধন হোন্ডা সার্ভিসিং এর সামনে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার ( ঢাকা-মেট্রো-গ-১৭-৪৭৭৪) আটকপূর্বক তল্লাশি চালানো হয়। পরে প্রাইভেট কার হতে ১০ টি ভিভিন্ন কালারের বিদেশি কম্বল আটক করে পুলিশ।
পুলিশ জানায় আটককৃত কম্বল ও প্রাইভেট কারের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে চোরাচালানের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামিকে বুধবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।