নাগরিক সংযোগ ডেস্ক — সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত ও একজন আহত হয়েছে।
আজ শুক্রবার ২৯ নভেম্বর সকাল সাড়ে আটটায় উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী পাকা রাস্তায় সারিঘাট হইতে আসা একটি মোটরসাইকেলের সাথে স্বজোরে ধাক্কা লেগে আলী আহমেদের ছেলে হুমায়ুন আহমদ(৫) নিহত এবং তাহার বোন মুনতাহা বেগম(৭), আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাহাদেরকে তাহাদের আত্নীয় স্বজন চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হুমায়ুন আমদ(০৫)কে মৃত ঘোষনা করে এবং তাহার বোন মুনতাহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। জানা যায় আহত মুনতাহা এবং নিহত হুমায়ুন দুই ভাই-বোন, তাহারা বাড়ির নিচে থাকা রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।সাররিঘাট হইতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে স্বজোরে ধাক্কা মারে। মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।
সংবাদ পেয়ে অত্র গোয়াইনঘাট থানার এসআই(নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি সহ পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনে কাজ করছেন।