জৈন্তাপুরে ২৫শে মার্চ গণহত্যা দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫শে মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার কহাইগড় শহীদ বীরমুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যমে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ ও জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুন অর রশিদ সহ অন্যান্যরা।