সিলেটের জৈন্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২শে মার্চ) দুপুর ১২ ঘটিকায় উপজেলার দরবস্ত এলাকায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদুজ্জামান ফাহাদের তত্ত্বাবধানে তার নিজ বাসভবনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় নাসুরুল উম্মাহ্ পরিষদ দরবস্তের আয়োজনে ও সিলেট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ বলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের দিক নির্দেশনা মোতাবেক তৃণমূল নেতৃবৃন্দের নিয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র মানুষের পাশে থাকার অংশ হিসেবে আজকে প্রথম ধাপে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। পরবর্তীতে এ রকম কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণের আরো উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের কর্মী কামরুল হাসান, বদরুল আলম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।