বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্রনেতা ও উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন।
সোমবার (১০ই মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল স্বাক্ষরিত ১৩৭ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে হুমায়ন কবির শাহীনকে সভাপতি ও সোলেমান আহমদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো রায়হান আহমেদ।
এদিকে সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর উপজেলার মোশারফ হোসেন। তিনি উপজেলার সারিঘাট এলাকার আবুল হাসনাতের পুত্র। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তামাবিল স্থলবন্দরে দীর্ঘদিন কয়লা, চুনাপাথর আমদানি রপ্তানি ব্যবসায় তিনি জড়ীত রয়েছেন।
ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী মতাদর্শে রাজনীতি করে আসছেন। তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি হিসেবে রাজনীতিতে আসেন। পরবর্তীতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জাসাস জৈন্তাপুর কমিটির যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।
সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি ধন্যবাদ জানান মহানগর কমিটির সভাপতি হুমায়ুন কবির শাহীন ও সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী সহ সকল নেতৃবৃন্দের প্রতি। পাশাপাশি জৈন্তাপুর উপজেলা সকল নেতৃবৃন্দের নিকট তিনি দোয়া চেয়েছেন, যাতে করে দলকে শক্তিশালী করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখতে পারেন।
এদিকে সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মোশারফ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ জানান, মোশারফ হোসেন দলের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী। দলের দুঃসময়ে উপজেলার ত্যাগী নেতৃবৃন্দের সাথে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সর্বদা দলের সাথে ছিলো। সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক হওয়ায় তিনি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।