জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন জৈন্তাপুর উপজেলা পেশাজীবি সংগঠনের উদ্যোগে দরবস্ত জামেয়াতের তত্ত্বাবধানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ই মার্চ) অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিলে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও সায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অনেক কর্মজীবিরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া,সেক্রেটারি রফিক আহমদ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি হাবিবুর রহমান,সেক্রেটারি তাজুল ইসলাম,১ং নিজপাট ইউনিয়নের সভাপতি আলতাফুর রহমান,সেক্রেটারি মোঃ আলাউদ্দিন,২নং জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রব,সেক্রেটারি লোকমান হোসেন,সাবেক উপজেলা জামায়াতের আমীর আনোয়ারুল আম্বিয়া,শিক্ষক বশিরুল ইসলাম,শিক্ষক আলমগীর হোসেন,শিক্ষক জসিম উদ্দিন,ডাঃ নূর আহমদ প্রমূখ,শিক্ষক মাওলানা হেলাল আহমদ,মাওলানা,মফিজুর রহমান,মাওলানা জয়নাল আবেদিন সহ অন্যান্যরা।
এ সময় আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন,রমজান মাস ইবাদতের মাস,নিজেদের চরিত্র গঠনের মাস,রমজান মাসের উসিলায় আমাদের জীবন কে ইসলামের আলোয় আলোকিত করে দেশ গঠণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেশাজীবি সংগঠনের প্রতি আহবান জানানো হয়।