সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুুইটি গুদামের অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১লা মার্চ) ২:০০ ঘটিকা হতে বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর টহলটিম গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজারে অভিযান চালায়। এ সময় দুইটি গুদামে তল্লাশী চালিয়ে একটিতে ৬৯ বস্তা ও অপর গুদামে ১০৫ বস্তা ভারতীয় চিনি আটক করে।
সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, আটককৃত চিনিগুলো বিধিমোতাবেক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।