জৈন্তাপুর মডেল থানায় দ্বি বার্ষিক পরিদর্শন করলেন সিলেট রেঞ্জে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।২৫/০২/২০২৫ খ্রি. মঙ্গলবার বেলা ৩:০০ ঘটিকায় তিনি সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানায় দ্বি-বার্ষিক পরিদর্শনে এসে পৌছান।
এ সময় তিনি মডেল থানায় এসে পৌঁছালে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় ডিআইজির সম্মানে সিলেট জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরে সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানার বিভিন্ন রেজিস্ট্রার পত্রাদি পর্যবেক্ষন করেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে একে একে হাজত খানা, ফোর্সের মেস , কম্পিউটার কক্ষ ও ব্যারাক পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) বায়েজিদ বিন মনসুর, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক),রেঞ্জ ডিআইজি’র কার্যালয় মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা সহ জৈন্তাপুর থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।