জৈন্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে ৫২’র ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী)র প্রথম প্রহরে ০০.০১ ঘটিকায় জৈন্তাপুর সদরে নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে স্হাপিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।
এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মঈনুল মুরসালিন রুহেলের নেতৃত্বে সাংবাদিকেরা শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্য আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য ও দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার সাজ উদ্দিন সাজু, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, সদস্য ও দৈনিক সিলেটের দিনরাত এর প্রতিনিধি তোফায়েল আহমেদ, সদস্য ও দৈনিক আলোকিত সিলেটের উপজেলা প্রতিনিধি ইমাম উদ্দিন, সদস্য ও দৈনিক সিলেট বানীর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ্, সদস্য ও দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।