সাইফুল ইসলাম বাবু –বাংলাদেশ স্কাউটস, এডহক কমিটি জৈন্তাপুর শাখার আয়োজনে ত্রৈ- বার্ষিক কাউন্সিল সভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্কাউটস কমিশনার মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় কাউন্সিল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা লিডার ট্রেইনার বুরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান।
কাউন্সিল সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমাকে সভাপতি করে উপজেলা কাউন্সিল এর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নির্বাহী কমিটিতে অন্যান্যদের মধ্য আরো রয়েছেন সহ-সভাপতি
হিসেবে উপজেলা শিক্ষা অফিসার, জৈন্তাপুর, উপজেলা মাধ্যমিক অফিসার জৈন্তাপুর, মোঃ বদিউল আলম, প্রধান শিক্ষক, সারীঘাট উচ্চ বিদ্যালয়, মোঃ ফয়জুর রহমান চৌধুরী, অধ্যক্ষ, জৈন্তা দারুছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, জৈন্তাপুর ও মোঃ রফিক আহমদ, প্রধান শিক্ষক(চঃ দাঃ), বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
এ ছাড়াও কমিশনার পদে রয়েছেন মোঃ মোস্তাক আহমদ, প্রধান শিক্ষক (চঃ দাঃ), রণীফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোষাধ্যক্ষ পদে আছেন মোঃ আবু সুফিয়ান বিলাল, অধ্যক্ষ, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ।
কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জালাল উদ্দিন, প্রধান শিক্ষক, খাজার মোকাম উচ্চ বিদ্যালয় (স্কাউট শাখা), পাশাপাশি যুগ্ম-সম্পাদক পদে আছেন মোঃ ফখরুল আলম, সহকারি শিক্ষক, উত্তর বাউভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাব শাখা)।
এ ছাড়াও নির্বাহী কমিটিতে গ্রুপ ইউনিট সভাপতি (মাধ্যমিক) শাখায় আছেন মোঃ নূরুল ইসলাম, প্রধান শিক্ষক, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, পূর্বরাজ মহবুবুল আম্বিয়া চৌঃনিঃ মাঃবিদ্যালয়।
এর পাশাপাশি গ্রুপ ইউনিট সভাপতি (প্রাথমিক) শাখায় আছেন মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, ভুলটির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোঃ মঞ্জুর আহমদ, প্রধান শিক্ষক, চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নাম।