সাইফুল ইসলাম বাবু -বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জৈন্তাপুরস্থ জৈন্তেশ্বরী বাড়ীতে দোয়া ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় জৈন্তাপুরস্থ ইরাদেবী বাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ইয়াজুল এর সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, আব্দুস শুক্কুর কলাই, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস ইঞ্জিনিয়ার, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কাসেম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুহেল আহমদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহমদ, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, প্রবাসী ফরহাদুজ্জামান, যুবদল নেতা সাহেদ আহমদ, মুক্তাদির আল সেলিম, রাসেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর বিএনপি সহ-সভাপতি তবারক আলী, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবদুল শক্কুর, যুবদল নেতা তাজু মিয়া, যুবদল নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক দল নেতা জামাল, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কবির আহমদ।
মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামরা করি। পরে অনুষ্ঠানের অথিতিদের উপস্থিতিতে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।