সাইফুল ইসলাম বাবু-জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা। গত ১২ই জানুয়ারি সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন -নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়েছিলো।
মঙ্গলবার (২১শে জানুয়ারি) তার নতুন কর্মস্থলে এসে পৌছালে, তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
রাঙ্গামাটি জেলার বাসিন্দা জর্জ মিত্র চাকমা ৩৬ তম বিসিএস (প্রসাশন) ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।তার ব্যাক্তিগত পরিচিতি নাম্বার ১৮৫৪২। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর, ট্রেজারী শাখা,ফরমস,স্টেশনারী লাইব্রেরি শাখায় কর্মরত ছিলেন।
এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে যোগদান করতে যাচ্ছেন।