সাইফুল ইসলাম বাবু -"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় চলমান তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে জানুয়ারি) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের যৌথ বাস্তবায়নে কলেজ মাঠে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার তিনটি স্কুল অংশগ্রহন করে। স্কুলগুলো হলো রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল।
টি-২০ প্রতিযোগিতায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ ফাইনালে জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।