সাইফুল ইসলাম বাবু -জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। " নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত বাংলাদেশ পুলিশের অঙ্গিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ সিলেট ও তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের যৌথ উদ্যোগে এই মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০শে জানুয়ারি) বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলার দরবস্ত বাজারে এই মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলমাছ আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাফিক পরিদর্শক ( এডমিন) রফিকুল ইসলাম মৃধা।
এ সময় সড়ক, মহাসড়কের দূর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়ে স্হানীয় নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, মালিক, সড়কের নিকটবর্তী স্হাপনার মালিক ও সড়ক সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডার নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পুলিশের পক্ষ থেকে নিরাপদ সড়ক মহাসড়ক নিশ্চিতে ও দূর্ঘটনা রোধে সর্বসাধারণের সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো উছমান গনি।
এ ছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ্, প্রবীন শিক্ষক মাস্টার এনায়েত উল্লাহ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জামায়াতে ইসলামী জৈন্তাপুর শাখার সাবেক আমির নাজমুল ইসলাম, বর্তমান আমির গোলাম কিবরিয়া, মাওলানা কবির আহমেদ, ইউপি সদস্য মুসলিম আলি, ইউপি সদস্য রকিব আহমেদ, যুব নেতা মো নাসির উদ্দীন, বিএনপি নেতা মো লুৎফর রহমান, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াস উদ্দিন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, সেলিম আহমেদ,নাসির উদ্দিন, নাজিম উদ্দীন, শরীফ আহমেদ, নুরুল হক, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, বুরহান উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাবেক সেক্রেটারি মকবুল হোসেন।
এ ছাড়াও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, যগ্ম আহবায়ক আব্দুল মতিন খসরু, সাবেক যুগ্ম আহবায়ক রফজল আহমেদ, ফরহাদুজ্জামান ফাহাদ, রহমত মারুফ, নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল আলম,সাধারণ সম্পাদক আল ফারহান, সহ সভাপতি সাইদুল ইসলাম, রিমাল আহমেদ,মামুন আহমেদ, ইলিয়াস আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সংগঠন, গণমাধ্যম কর্মী সহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।