সাইফুল ইসলাম বাবু –জৈন্তাপুর দরবস্ত বাজার হেলালী মার্কেটের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১২ই জানুয়ারি) বাদ এশা মার্কেট প্রাঙ্গণে ব্যবসায়ীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মার্কেটের প্রবীন ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মো হাবিবউল্লাহ, মাওলানা ওবায়েদ উল্লাহ্,মাসুদ রানা,জুবায়েল আহমেদ,মোস্তফা হোসেন ও হাবিবুর রহমান।
এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে মার্কেটের মালিক মাওলানা মুজাম্মিল হেলালীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন হেলালী মার্কেটে শুধু ব্যবসা বান্ধব পরিবেশই মালিক পক্ষ থেকে দেয়া হয় নি বরং নিয়মিত ব্যবসায়ী, হকার, দোকান শ্রমিকদের ইবাদত পালন করার জন্য মসজিদ, অযু করার জন্য শীতে গরম পানির ব্যবস্হা রাখা হয়েছে। তাছাড়া মালিক পক্ষ হতে সর্বদা সিলেট সহ অন্যান্য জেলা হতে আগত ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়।
এ সময় হেলালী মার্কেটের সত্ত্বাধিকারী মাওলানা মুজাম্মিল হেলালী বলেন, বিগত ৪ বছর পূর্বে তিনি এই মার্কেট প্রতিষ্ঠা করেন। মূলত কর্ম,সততা,অর্থ এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে সুষ্ঠু ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই তার লক্ষ্য বলে তিনি জানান। তিনি বলেন, গত ২০২৪ ইংরেজি বছরে হেলালী মার্কেট হতে প্রাপ্ত আয় ৪ লক্ষ ৯২ হাজার টাকা। এর মধ্যে মার্কেটের আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে সাড়ে চার লক্ষ টাকা লভ্যাংশ অর্জন করে মার্কেট। তিনি বলেন প্রাপ্ত এই লভ্যাংশ থেকে একটি অংশ মসজিদ,মাদ্রাসায় দানের পাশাপাশি অপর একটি লভ্যাংশের অংশ হেলালী ইন্সটিটিউটে দান করা হয়েছে।
এ সময় তিনি সকল ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে সকলের উপস্থিতিতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে ও সকল ব্যবসায়ী ও পরিবারের সদস্য জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মার্কেটের সকল ব্যবসায়ীদের নিয়ে মার্কেট মালিক পক্ষ এক নৈশভোজে অংশ নেন।