সাইফুল ইসলাম বাবু - জৈন্তাপুরে ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি নামে একটি মানবিক সংগঠন।
শুক্রবার (৩রা জানুয়ারি) দিনব্যাপী উপজেলার জৈন্তাপুর সদর,চাঙ্গিল বাজার, ৪ নং বাংলা বাজার, আসামপাড়া ও আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এ সময় জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি'র সদস্যদের সাথে কম্বল বিতরণে অংশ নেয় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির সোসাইটির সভাপতি তারেকুর রহমান ইলিয়াস, সহ সভাপতি জুয়েল আহমেদ, সহ সভাপতি জামিল আহমেদ, সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব, কোষাধ্যক্ষ ইমন আহমেদ সদস্য সজিব, ফারবি,মাশরাফি সানি সহ অন্যান্যরা।
এ বিষয়ে সোসাইটির সভাপতি তারেকুর রহমান ইলিয়াস বলেন, সোসাইটির সদস্যদের প্রচেষ্টায় উপজেলার বিভিন্ন বাজার,যাত্রী ছাউনি কিংবা শেডঘর এলাকায় মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে সোসাইটির পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এজন্য তিনি সোসাইটির পক্ষ থেকে উপজেলারবাসীর নিকট মানবিক কাজকে এগিয়ে নিতে দোয়া চেয়েছেন।