সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুর স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈয়ব আলী কারিগরী কলেজে চলতি ২০২৫ শিক্ষাবর্ষ হতে ষষ্ঠ শ্রেণীতে প্রি- ভোকেশনাল শাখা চালু হতে যাচ্ছে।
১৯৯৫ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম রশিদ হেলালীর হাতে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানটি সুনামের সহিত ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম শাখা চালু রয়েছে।
প্রতি বছরে প্রতিটি পাবলিক পরীক্ষায় ৯৫% এর বেশী পাশের হার ধরে রাখতে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এ বছর নতুন করে ষষ্ঠ শ্রেণীতে প্রি- ভোকেশনাল শাখা চালুর উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
প্রি-ভোকেশনাল শাখায় চারটি ট্রেডে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ট্রেড চারটি হলো বিল্ডিং মেইনটেন্যান্স, আ্যপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস,জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,আইটি সাপোর্ট আ্যন্ড আইওটি বেসিকস।
এ বিষয়ে মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) স্হানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে জৈন্তাপুর তৈয়বআলী কারিগরী কলেজ কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তৈয়ব আলী কারিগরী কলেজের প্রভাষক মো বিল্লাল হোসেন,মো রফিকুল ইসলাম, মো মনির উদ্দিন,মোহাম্মদ হারুন উর রশিদ,গোলাম কিবরিয়া, মো সহিদুর রহমান,মো মাহবুবুল আলম ও গীতা রানী দে।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জসিম উদ্দিন, গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা বেগম,আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ মিয়া,নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নুর উদ্দিন,শুকাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর আহমেদ, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাকলী শর্মা, আসামপাড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চঞ্চলা রানী মন্ডল, নয়াখেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো বশির আহমেদ, ইয়াকুব আছিয়া টেকনিক্যাল স্কুলের শিক্ষক শাহীন আহমেদ সহ অন্যান্যরা।