জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় বারের মত সফল এক সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ১৭/১২/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এক পুত্র সন্তান জন্ম লাভ করে। পুত্র সন্তানের পিতার নাম আবু বক্কর সিদ্দিকী। তাদের বাড়ী জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়,জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী কনসালটেন্ট ডা: সংগীতা দেবী ছিলেন পুরো টিমের নেতৃত্বে।
সেই সাথে ছিলেন এনেস্থিসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা: জনি লাল দাশ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা: মিলাদুর রহমান। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিকেল অফিসার ডা: হিল্লোল সাহা,ডা: সুজয় চৌধুরী, ডা: আবু ফয়েজ সালমান,ডা: মুহিবুর রহমান রুবেল সহ সকল সিনিয়র স্টাফনার্স,মিডওয়াইফ,আয়ারা।
এ বিষয়ে নবজাতক শিশুর মামা মো নাজিম উদ্দিন জানান, তার সদ্য ভূমিষ্ট হওয়া ভাগিনা ও বোন সুস্থ আছেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ সাইফুল ইসলাম বলেন, আসুন আমরা সচেতন হই,সরকারি সেবা নেই।
তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী বহি:বিভাগে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা নেয়ার আহবান জানান। সেই সাথে প্রয়োজনে বিনামূল্যে সিজারিয়ান সেকশনের সুবিধা নেয়ার আহবান জানান তিনি ।
উল্লেখ্য দীর্ঘ নয় বছর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার সেকশনে কার্যক্রম বন্ধ থাকার পর গত অক্টোবর মাসে প্রথম সফল এক সিজারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম হয়েছিলো।