সাইফুল ইসলাম বাবু - জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক তিনটি অভিযানে ভারতীয় ৫০ বস্তা চিনি সহ একটি ট্টাক, ভারতীয় ৭ বস্তা চা পাতা সহ একটি পিকআপ ভ্যান ও ভারত থেকে পাচারকালে তিনটি গরু আটক করা হয়েছে।
এদিকে ৫০ বস্তা ভারতীয় চিনি আটকের ঘটনায় একজনকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম কামরুল ইসলাম (৩১)। সে উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম ঠাঁকুরের মাটি এলাকার মৃত মো হোসেন আলির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) ভোর ৪:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হরিপুর বাজার সংলগ্ন কবরস্থানের পাশে পাঁকা রাস্তার উপর একটি হলুদ রংয়ের ট্রাক ( ফরিদপুর -দ- ১১-০১৯১) তল্লাশী পূর্বক আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পলিয়ে গেলেও চিনির কারবারি কামরুলকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি করে ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামরুল জানায় চিনিগুলো গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা নলজুরী থেকে নিয়ে আসা হয়েছিলো। পুলিশ জানায় জব্দকৃত চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় সতেরো লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা সমপরিমাণ।
এর আগে অপর এক অভিযানে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত ইউনিয়নের করগ্রাম এলাকা হতে স্হানীয়দের সহায়তায় ০৭ বস্তা ভারতীয় চা পাতা সহ একটি পিকআপ আটক করেছে। এ ঘটনায় জব্দ হওয়া পিকআপ ও চা পাতার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা সমপরিমাণ বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া দিনের অপর আরেক অভিযানে ভারত থেকে পাঁচার হওয়া মালিক বিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান পৃথক তিনটি অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া কামরুল ইসলামকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।