সাইফুল ইসলাম বাবু –মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও প্রথমবারের মত উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে পাঁচটি ছবি প্রদর্শনীতে স্হান পাওয়ায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের দুইজন সাংবাদিককে দেয়া হলো আলোকচিত্রী সম্মাননা।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে উপজেলা সদরে বাসষ্টেশন এলাকায় স্হাপিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সাজ উদ্দিন সাজু, সদস্য সাইফুল ইসলাম বাবু সহ বাংলা টিভির জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি দুলাল আহমেদ রাজু।
পরে দিনব্যাপী নানা আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও চলতি বছর মহান বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী চলা বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেল ৩:০০ ঘটিকায় ” জৈন্তার ঐতিহ্য, জীবন- জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেয়া আলোকচিত্রীদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া তার নিজ দপ্তরে আলোকচিত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ বছর আলোকচিত্র প্রদর্শনীতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের দুইজন সাংবাদিকের মোট পাঁচটি ছবি প্রদর্শনীতে স্হান পায়। এই দুইজন সম্মাননা পাওয়া সাংবাদিক হলেন দৈনিক আজকের পত্রিকা ও সিলেট মিররের জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বির, তার আলোকচিত্র তিনটি হলো অপরুপ লালাখাল, শাপলাবিল ও গ্রামীন জীবন। অপর সম্মাননা পাওয়া সাংবাদিক হলেন দৈনিক ভোরের কাগজ ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, তার দুইটি আলোকচিত্র হলো পরিত্যাক্ত ও খাঁসিয়া পান বাগান।
এ ছাড়াও চলতি বছর আলোকচিত্র প্রদর্শনীতে ছবি স্হান পাওয়ায় আরো ত্রিশজন আলোকচিত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সময় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও শুভ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মইনুল মুরসালিন রুহেল,দৈনিক সিলেট প্রতিদিনের প্রতিবেদক জাহিদুল ইসলাম জাহিদ, আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার সাজ উদ্দিন সাজু, দৈনিক সিলেটের বানী’র প্রতিবেদক মোহাম্মদ আবদুল্লাহ্,দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিবেদক মুরাদ হাসান, জৈন্তাপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রেজাউল হোসেন রাজা, আলোকচিত্রী হোসাইন মিয়া, জৈন্তার চিত্র’র এডমিন হাসান মোহাম্মদ বদরুল সহ সম্মাননা পাওয়া আলোকচিত্রীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।