নাগরিক সংযোগ ডেস্ক - জৈন্তাপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ডিসেম্বর (রবিবার) সকাল ৯:০০ ঘটিকায়
জৈন্তাপুরের লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতনু পাঠাগারের সৌজন্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীরা এখানে অংশ নেয়। বেশির ভাগ বিতার্কিকেরা তাদের শিক্ষা জীবনে প্রথম বারের মতো অংশ নেয় ও প্রতিযোগিতা উপভোগ করে। সমসাময়িক ঘটনার বিষয় নিয়ে বিতার্কিকেরা বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থী সহ সকলে পক্ষ বিপক্ষের লড়াইয়ে খুব আনন্দ পায়।
বিতর্কে ১ম স্থান দখল করে বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল ও কলেজ, ২য় হয় লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩য় হয় লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বি টিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম ও স্থানীয় কলেজের অধ্যাপক খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মনোজ কুমার সেন। এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি বিতার্কিকদের উচ্ছাস দেখে তাদেরকে ধন্যবাদ দেন এবং অধ্যয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অধিক মাত্রায় অংশ নিয়ে মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ গড়ার কাজে অংশ নিতে পরামর্শ দেন।