সাইফুল ইসলাম বাবু - আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ কে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেই সাথে থাকছে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা সহ বিজয় মেলার আয়োজন।
রবিবার (১৫ই ডিসেম্বর) সকালে গিয়ে দেখা যায় জৈন্তাপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ডে স্হাপিত বিজয়স্তম্ভে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এই স্হানটিতে প্রতিবছরের ন্যায় ভোরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হবে। পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংস্হার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলায় সকল সরকারি প্রতিষ্ঠানে বর্নিল আলোকসজ্জার সংযোজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল,ছাত্র সংগঠন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের ব্যনার প্রস্তুতি করতে দেখা গিয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, ইতিমধ্যে মহান বিজয় দিবসকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্নের পথে। এ বছর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তার মধ্যে অন্যতম বিজয় মেলা -২০২৪ যা উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে সম্পন্ন হবে। এতে বিভিন্ন স্টল থাকবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, জাতীয় পতাকা উত্তোলনের পর বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। পরে বিজয় মেলার পাশাপাশি মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেই সাথে থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকবে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্হা।
তিনি আরো জানান মহান বিজয় দিবসে উপজেলা হাসপাতালে উন্নত খাবারের ব্যবস্হা রাখার পাশাপাশি বিকেলে প্রশাসন ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।