সাইফুল ইসলাম বাবু – বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অদ্য ০৬ ডিসেম্বর জৈন্তাপুর এবং সুরাইঘাট বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৭৫০ কেজি এবং কম্বল ০৬ টি আটক করে।
বিজিবি জানায় আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,৬০,৫০০/- টাকা।
বিজিবি আরো জানায়, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাউডার চিনি ৬,৯০০ কেজি, চিনি ৮৫০ কেজি, আতশবাজি ১,১৫৬ পিস, ফগ বডি স্প্রে ২৫ টি, খেলার বুট ০৮ জোড়া, কম্বল ০১ টি এবং চোরাচালানী কাজে ব্যবহৃত ০১ টি বড় টাটা ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৩৭,৪৬,৭৮০/- টাকা। এ নিয়ে দুইদিনে ১৯ বিজিবির অভিযানে আটককৃত পন্যের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।