সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রাংপানি নদীর ৪ নং বাংলা বাজার এলাকায় বালু উত্তোলনের অনুমতি ও সংশ্লিষ্ট এলাকা ইজারাভুক্ত করণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩রা ডিসেম্বর) দুপুর ১২:০০ ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি প্রদান করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এলাকায় বিভিন্ন মৌজার মধ্য দিয়ে কয়েকটি নদী ও খাল বয়ে গেছে। উক্ত নদী ও খালগুলোতে প্রাকৃতিক ভাবে অসংখ্য বালু মজুদ হয়ে রহিয়াছে। যার ফলে নদীর নাব্যতা হারানোর পাশাপাশি খালগুলো ভরাট হবার উপক্রম হয়েছে।
আবেদনে আরো উল্লেখ করা হয়, উক্ত স্হানগুলো হতে নাব্যতা সংকট নিরোসন ও খালের স্বাভাবিক পানি গতিপথ ঠিক রাখতে বালু উত্তোলনের অনুমতি দেয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে করে সংশ্লিষ্ট এলাকায় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি ঘন ঘন পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হতে রক্ষা পাবে ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি।
এ বিষয়ে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, স্মারকলিপিতে উল্লেখিত মৌজা গুলো হলো শ্রীপুর, দাগ নং ২১,০৯ আসামপাড়া, দাগ নং ১৩,৩০৭ লক্ষিপুর ১ম খন্ড, লক্ষিপুর ২য় খন্ড, ডুলটিরপাড়, চাতলারপাড়,বাওনহাওর, শেওলারটুক ও নলজুরী অংশের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন উক্ত এলাকায় বালু উত্তোলনের অনুমতি দেয়া হলে সাধারণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি নদী ভাঙন খাল ভরাটের হাত থেকে রক্ষা পাবে ইউনিয়নবাসী। তিনি বলেন এটি ইউনিয়নবাসীর বর্তমান সময়ে জোর দাবী।
এ সময় স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দীন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমেদ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল।