সাইফুল ইসলাম বাবু – বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জে দায়িত্বরত বিভিন্ন বিওপির অভিযানে ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য আটক করা হয়েছে।
শুক্রবার (২৯শে নভেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় গত ২৮ ও ২৯ শে নভেম্বর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ,তামাবিল,সংগ্রাম,বিছনাকান্দি,সোনারহাট,দমদমিয়া,উৎমা,মিনাটিলা, কালাসাদেক,কালাইরাগ ও পাথরকোয়ারী বিওপি কর্তৃক পৃথক অভিযান পরিচালিত হয়।
এ সময় পৃথক কয়েকটি অভিযানে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল,সাবান,সুপারী,সিরামিক চায়ের কাপ,গরু,গাড়ীর টায়ার,শুটকি,মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিংমাছ ও চোরাচালান পন্য বহনকাজে ব্যবহারীত দুইটি প্রাইভেট কার ও পাথর উত্তোলনের কাজে জড়িত বারকি নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় পচাত্তর লক্ষ্য চৌত্রিশ হাজার টাকা সমপরিমাণ। আটককৃত পন্যের বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান পন্য সামগ্রি আটক করা হয়েছে।