সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন যুব ও ছাত্র জমিয়তের আয়োজনে সীরাত মাহফিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার শুক্রবারী বাজারে এই সীরাত মাহফিল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুর রউফ ( কারী) এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জমিত সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি মুফতি মুজিবুর রহমান, উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমেদ, নয়া সড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, জৈন্তাপুর উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা কুতুবউদ্দিন, রমদা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লহ,সোবহানীঘাট মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা তজম্মুল আমীন,জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছে,সহ উপজেলা ও ইউনিয়ন যুব ও ছাত্র জমিয়তের নেতৃত্ব।